বর্তমান ও ভবিষ্যতের সবচেয়ে সময়োপযোগী বিজনেস হলো প্রযুক্তি নিয়ে। উদাহরণ স্বরুপ যদি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের দিকে তাকান তবে দেখতে পাবেন তার সিংহভাগই প্রযুক্তি নিয়ে বিজনেস করেছে ও করছে। আর এই প্রযুক্তি জগতের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো “ডেটা সেন্টার, হোস্টিং, ডোমেইন” এগুলো। এই বিজনেস করে বিশ্বজুড়ে অসংখ্য মানুষ স্বনির্ভর ও অনেক লাভবান হচ্ছে, কেউ কেউ বিজনেসটাকে বিরাট বড় কোম্পানিতে রুপান্তর করতে পেরেছে।
(১) 25 জিবি স্টোরেজ – 25 সিপ্যানেল – 6500 টাকা প্রথম বছর,
উপরে আমাদের একটি প্যাক উল্লেখ করা হয়েছে। যেখানে প্রতি জিবির মূল্য পড়ছে 260 টাকা। আপনি কিন্তু প্রতি জিবি হোস্টিং অনায়াসে ৮০০-১৫০০ টাকায় সেল করতে পারবেন। ধরলাম প্রতি জিবিতে 200/400 টাকা করে প্রফিট করলেন, তবে  400 * 25 = 10000 টাকা প্রফিট হবে।
আপনার বছর খরচ হবে:
.Com Domain Name: 950 – 1024 টাকা
Reseller Renewal : 6500 টাকা.
তাহলে আপনাকে কি করতে হবে? বর্তমান প্রচুর প্রচুর পরিমানে ওয়েবসাইট হোস্ট করা হচ্ছে, আপনাকে শুধু ক্রেতা খুজে সেল করে দেওয়া, রিপিট কাস্টমার বাড়ানো। এতে প্রতি বছর রিনিউ ফিতে আপানার টাকা অটোমেটিক আসতে থাকবে। শুধু হাতেগোনা কয়েকটি বছর কাস্টমার খুজে সেল করে দেওয়া।
 
কেনো আমাদের থেকে এই সার্ভিস নিবেন?
(১) আমারা নিজস্ব প্রাইভেট সার্ভার থেকে সার্ভিজ প্রোভাইড করে থাকি।
(২) সার্ভারের কনফিগারেশন অনুযায়ী সাইট নির্দিষ্ট পরিমাণ হোস্ট করা হয় ও লোকেশন আমেরিকায়, এতে স্পিড খুব ভালো থাকে।
(৩) আমাদের রয়েছে দ্রুতগতির সাপোর্ট টিম।
 
তো দেরি কিসের? আসুন আজই 1500 টাকা দিয়ে ১ বছরের প্যাকেজ কিনে শুরু করে দিন আপনার প্রযুক্তি নিয়ে অর্থাৎ হোস্টিং বিজনেস। সাথে ডোমেইন রিসেলার পাবেন ফ্রিতে, যেখানেও প্রতিটি ডোমেইন সেল করে অনায়াসে 100/150 টাকা পর্যন্ত লাভ করতে পারবেন।
হোস্টিং রিসেলার প্যাকেজ নেওয়ার পর আপনি একটি WHM প্যানেল পাবেন যা থেকে আপনি আপনার ক্লায়েন্টের হোস্টিং একাউন্ট গুলো ম্যানেজ করতে পারবেন।
রিসেলার হোস্টিং প্যাকেজ সমূহঃ
MDN SME – ৳২০০ টাকা/মাসিক – কোডঃ SME200
MDN Professional -৳৪৫০ টাকা/মাসিক -কোডঃ PRO450
MDN Enterprise – ৳ ১২৫০ টাকা/মাসিক – কোডঃ Enter1250
Service Order Link: HostMDN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *