PUTTY বেশিরভাগ লিনাক্স ডিস্ট্রিবিউশনে ডিফল্টরূপে ইনস্টল করা হয় না।
Parrot Os যেভাবে আপনারা Putty ইনস্টলেশন করবেন কমান্ড এর মাধ্যমে তা আজ আপনাদের কে দেখাবো।
চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা কাজটি করবেন।

প্রথমে আপনার Mate Terminal ওপেন করে নিন। এবার নিম্মের কমান্ড রান করুন:
Sudo Su

আপনার পিসির পাসওয়ার্ড টাইপ করুন এবং Enter ক্লিক করুন।

এবার আপনার নিম্নের কমান্ড রান করুন:
apt-get update

ফাইল গুলো আপডেট হবার পর এবার এই কমান্ডা রান করুন
sudo aptitude install putty

রান করার পর দেখবেন নিম্নের মত একটি পারমিশন চাইবেন সেখানে Y লিখে Enter করুন।

কিছু সময় অপেক্ষা করুন দেখুন আপনার Putty ssh ইনস্টলেশন হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *