https vs http

Http এর পূর্ণরূপ হল হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ( Hypertext Transfer Protocol )

https এর পূর্ণরূপ হল হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি ( Hypertext Transfer Protocol Security )

এইচটিটিপি এর নিরাপদ সংস্করণ হলো এইচটিটিপিএস। https প্রটোকল একটি উন্নত SSL (secure sockets layer) সার্টিফিকেট ব্যবহার করে যা ব্রাউজার এবং সার্ভার এর মধ্যে একটি encrypted ফরম্যাট তথ্য ট্রানস্ফার করে।

এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য কি

Htttps vs http
এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য কি

এইচটিটিপিঃ

১। ডাটা ট্রান্সফার এ নিরাপত্তা প্রচুর অভাব রয়েছে।
২। এইচটিটিপি সাধারণত অ্যাপ্লিকেশন লেয়ার এ কাজ করে।
৩। ডিফল্ট ভাবে পোর্ট 80 ব্যবহার হয়।
৪।নরমাল টেক্সট এ ডেটা ট্রান্সমিট করে।
৫। কোনো রকম কোনো ডোমেইন বৈধতার প্রয়োজন পড়ে না।
৬। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (SEO) কোনরকম সাহায্য করে না।

এইচটিটিপিএসঃ

১।ক্লায়েন্ট ও সার্ভার এর সমস্ত রকম ডাটা বা তথ্য secure থাকে।
২।ট্রান্সপোর্ট লেয়ার এ কাজ করে।
৩।ডিফল্ট ভাবে পোর্ট 443 ব্যবহার হয়।
৪।ডাটা এনক্রিপ্ট করে ট্রান্সমিট করে ।
৫।ডোমেইন বৈধতার প্রয়োজন পড়ে তাই সঠিকভাবে ডকুমেন্ট চেক করে।
৬।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (SEO) সাহায্য করে।

https এর সব থেকে বড় সুবিধা হল ওয়েবসাইটের সমস্ত রকম ডাটা secure থাকে ।

এইচটিটিপিএস আপনার ওয়েবসাইটের ভিজিটর এর উপর আস্থা তৈরি করে যে এই ওয়েবসাইটে সম্পূর্ণ নিরাপদ এবং গ্রহণযোগ্য ।

One thought on “https vs http

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *