ডিম বিজনেস এর ধারনা [ ব্যবসা আইডিয়া পর্ব : ০১ ]

ডিম বিজনেস
ডিম বিজনেস

ডিম বহুপুষ্টিগুন সম্পূর্ন একটি খাদ্য আজকে আমরা আলোচনা করবো ডিম নিয়ে আপনি কিভাবে ডিমে মাধ্যমে আপনি শুরু করতে পারেন আপনার নিজের পার্ট-টাইম বিজন্যাস।

ডিম বিজনেস  পুঁজি : ২০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত ।

বিজনেস  লাভ: প্রতিদিন ১০ থেকে ১৫০০ টাকা আয় করা সম্ভব।

প্রস্তুত প্রণালি:
একদম সহজ ডিম সিদ্ধ করা।
আপনি এক বাতিলের পানি নিন তাপর তাতে ডিম গুলো দিন। ১০-২০ মিনিট পানি গরম করুন। কারন ডিম ভেদে তা সিদ্ধ হতে সময় লাগবে।
যন্ত্রপাতি:
একটি সাইকেল [ প্রয়োজন না যদি থাকে তাহলে ভালো ] , মাঝারি গোল ক্যাপ আকৃতির পাতিল , বিটলবন, টিস্যু / কাগজ।

বাজারজাতকরণ ০১ :
ক্রেতা নিজেই পন্যের কাছে আসবে। শুকনা খাবার বলে ব্যস্ত মানুষ মাত্রই ভোক্তা।

তবে বিভিন্ন অফিসে যোগাযোগের মাধ্যমে বিকালের নাস্তা হিসাবে খাবার সাপ্লাইয়ের কাজ করা যেতে পারে।

বাজারজাতকরণ ০২ :
সাধারণত শহরের স্কুল কলেজের সামনে মূলত যেখানে লোক সমাগম বেশি হয় সেখানে আপনি আপনার সাইকেল মাধ্যমে বিক্রি করতে পারেন।

যোগ্যতা:
বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই তবে নিজেকে মানুষ কাছে প্রকাশ করতে জানতে হবে। ডিমের খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে জানা থাকলে ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *